ঋগ্বেদে এলো প্রথম কথার ভোর,
সামবেদে পেলো প্রথম কথারা সুর;
তত্ত্বের বানী প্রথম বোঝালো যযুর্বেদের ঘোর,
অথর্ববেদ অথর্বদের বেদনায় ভরপুর।
দিকে দিকে কারা যজ্ঞ করলো শুরু !
যজ্ঞের শিখা লোভাতুর চোখে জ্বলে;
গ্রীকেদের কাছে হেরে যাওয়া রাজা পুরু
বেদের সাথেই বিভূতি হয়েছে গ্রহণ যজ্ঞানলে।
আমরা সবাই আগুনের সন্তান...
বাঁকা মুখে শুধু বৃষ্টির কথা বলি;
কৃষিকাজ ভুলে কামনার অনুসন্ধান...
ভগ্ন হৃদয়ে আমরা সবাই আগুনের দিকে চলি।।