আজকের এ আমি এখানে এসেছি,
হাজারো অতীত দিয়ে পাড়ি।
সোনালী সে অতীত পিছুফিরে ডাকে,
ক্ষণে ক্ষণে বারে বারে,ঝলকিত অভিপ্রায়ে।
ভুলতে কি পারি শৈশবে গাঁথা?
সোনালী সে অতীত!
বহু পুরনো মর্মরে ব্যাথাও আজ,
সুর হয়ে প্রাণে বাজে।

অতীতের সেই দুর্মর ক্ষণ,
কম্পিত থরথর!
হার মেনেছিলো প্রলয় শিখাও,
ছুঁয়ে সেই অনুভূতির ঝড়।
তথাপি কেমনে ভুলি?
মধুর সেই ব্যথা-বেদনা।

বেদনা নহে সে ওগো,নহে যাতনা!
সে ছিলো মোর অপ্রিয় ব্যাথা,
বহুকাল পরে বুঝেছি একথা।
মধুর বারি ঝরে ছিলো সেকালে,
একালে আমি লুটায়ে পড়েছি
বিষাদের গহ্বরে।

০২.০২.২০২২
শাহীন স্কুল,সিরাজগঞ্জ