জগৎ জুড়িয়া চক্ষু মেলিয়া দেখি কতো পেশা,
বিচিত্র সব পেশাজীবীর আছে স্বতন্ত্র বচনে ভাষা।
সৃজন করেছে আপন তাগিতে কর্মের এতো রূপ,
জাতে সবাই মানুষ বটে কর্মেতে বিরূপ।
কুমার বোধ হয় তরল মনা,
মাটিই যাদের নিত্য খেলা।
হৃদয়ের সৌন্দর্য দিয়ে,
হাতে আঁকে শিল্পকলা।
হকার দেখি বেড়ায় ঘুরে,
গন্তব্যহীন অজানা পথে।
বলে যায় যতো দূরহ কথা,
নিমিষেই স্ব-ছন্দে এঁকে।
কৃষক মাঠে ফলায় সোনা,
মিটায় কি কেউ তার জীবনের দেনা।
গ্রীষ্ম,বর্ষা,শরৎ কালে,
পোড়ে ও ভেজে ঝর বাদলে।
রাখাল বালক বংশী হাতে,
সুরে সুরে প্রশান্তি ডাকে।
ধরণীর বুকে গোধূলি আসে,
বাসুরিয়ার সুরের মোহে ।
মানুষ হলেই কর্ম করে,
যাকে সবাই পেশা বলে।
সেই কর্ম সুচারু ভাবে,
ক'জন করে তা পরমানন্দে?
যাত্রাপথ: সিরাজগঞ্জ-মনোহরা
৪ঠা নভেম্বর,২০২১
বিকেল ৫.০০ টা