আবিষ্ট দেয়ালের কুঠিরে রয়েছি দিবা-রাত্রি পরে,
বর্ণের ছবি দেখেই চলছি বন্দীত্বের জীবন ভারী করে।
টেবিল সাজানো বিচিত্র কত পুস্তকে পুস্তকে,
দখল করেছে এ প্রাণ তারা;
নিত্য রঙ্গিন বাসনা,অভিলাসে।
খরিদ করেছে চোখের আসন স্বপ্নের মূল্য চুকে,
অলীক কত স্বপ্ন বুনি;
সাদা-কালো পাতার, দু-এক বর্ণ পড়ে।

অবিরত বাহিরেতে ঘটছে ইতিহাস,
হেথায় আমি নিরালায় বসে ফেলছি দীর্ঘশ্বাস।
যেথায় ভোগে নিপীড়িত অমানবিকের দ্বারে,
তখনও আমার যুগল হস্ত রয়েছে নিথর পরে।

দীনতা আর হীনতায় ডুবে জীবন করছি পার,
অপূর্ণতায় ধ্বংস করছি বিজয়ের আধার।
স্বার্থসিদ্ধির তৎপরতায় পিষ্ট হচ্ছে বিনয়,
বিকলতাও তাড়িত করে,ভুল করে চায় জয়।

কেমন বক্ষ লইয়া ঘুরিয়া বেড়াই!
যেই বক্ষ কভু মানবরে ভালোবাসে নাই।
ঠাই পেয়েছিলো কি কভু সেথা?
প্রেম ভালোবাসা আর অবহেলিতের প্রতি কাতরতা।

১৭ নভেম্বর,২০২১ ইং
সাচ্চু ভাইয়ের মেস,সিরাজগঞ্জ