কেন বলো ভালবাসিনা তোমায়?
তুমি কি দেখতে পাওনা এই ব্যাকুল হৃদয়?
তবে কিভাবে দেখ স্নিগ্ধ ভোরের সূর্যদয়?
তোমায় ভালোবাসি এই সত্য জোছনার আলো
নদীর বুকে শান্ত ঢেউয়ে প্রতিফলিত হওয়ার মত সুন্দর।
তোমায় পাওয়ার আকুতি দিয়ে তৈরি করা যাবে
সহস্র হিমালয়ের সুউচ্চ শৃঙ্গ।
তোমায় ভালোবাসি জন্যেই তারায় তারায় এতো মিল,
একে অপরে রাত ভর জ্বলে ঝিলমিল।
পাখির কণ্ঠ হতো না এতো নিখুঁত পরিমল,
যদি তোমায় ভালোবাসি বলে না থাকতাম অটল।
প্রজাপ্রতির এক ডানায় তোমার ভালোবাসা,
অন্য ডানায় আছি আমি হয়ে কোণঠাসা।
প্রজাপ্রতি পত্র যেমন পেয়েছে অবিকল,
তোমার আমার ভালোবাসাও একই বিত্তের ফল।
তোমায় ভালোবাসি জীবনের সকল সত্তা দিয়ে,
তাই তো সময়ের ঘড়িও চলে তোমারি সুরে।
জপে যায় তোমার নাম হৃৎপিণ্ডের ঢেউ,
ঘটে চলে খুব অগোচরে তাই জানে না কেউ।