কতটুকু পেলে লোকে বলে
সব পেয়েছি?
কতো সুখী হলে লোকে বলে
এটুকুই তো চেয়েছি!
কতো ভাঙা গড়ার পর
হতাশে যুবক
খোঁজে আশ্রয়ের ঘর?
আমি জানিনা -
আমিতো শুধু অভাব দেখেছি
শুনেছি অভাব নাকি অসীম
যার সব কিছুই আছে
তারও কিছু অপুর্ণতা
থাকতে পারে পাছে
এমন কেউ নেই
যে সব পেয়েছ
এমন কেউ নেই
সুখের শেষ চেয়েছে
অনেক চরাই উৎরাইয়ের পর
বাঁধে যে ঠিকানা
আমি ভাঙতে দেখেছি
ভেঙেছে সে ঘর...
চাওয়া পাওয়ার আর শেষ কোথায়?
সব কিছুতেই তো অপুর্ণতা!
প্রজার ধনে রাজার নজর
পথচারীর ধনে ছিনতাইকারীর
বিরোধী দলের দিকে তীর্যক নজর
ওৎ পেতে আছে সরকার।
ওরে তোরা তো সব খাচ্ছিস লুটেপুটে
শুধু শুধু আর কি দরকার!?
আমিও এসব দেখে দেখে
রোজ হই অভ্যস্ত
এক প্রেকিক যুবকের মতো
রোজ ভাঙি আমিও
হই ক্ষত বিক্ষত -
অনেক তো হয়েছে
বলি থাম। আর কত?
- হালিশহর
[এটা আরও ৭/৮ মাস আগের লেখা। তখন আমি বাড়িতে।
বাড়িতে গেলে কোন কাজই থাকেনা। তাই মধ্যমা, শাহাদত ও
বুড়ো আঙুল খুব বিড়বিড় করছিল কলম ধরার জন্য। রাহেন কাকুর দোকানে গিয়ে নগদ একটা খাতা আর কলম কিনে কি না কি ভেবে দোকানে বসেই এটা লিখে ফেলেছিলাম।
আসলে এটা লিখার পটভূমি কি আমি নিজেও জানিনা। তখন
রাজনৈতিক অস্থিরতা চলছিল। রাজনীতিই হবে হয়তোবা ]