রাশি দুটি মিলিয়াছে,
পণ দাবি মানিয়াছে,
দিন ক্ষণ ঠিক আছে,
যেন রাজযোটক।
টোপর পড়েছে সে,
বসেছে পিড়িতে,
উলুধ ধ্বনিত হল সারা মন্ডপ।
তনয়া তাকিয়াছে আয়তলোচনে,
পান পাতা সরায়ে বিষাদিত মন,
সাত পাক ঘোরা হইবে,
অগ্নি সাক্ষী রাখি,
বাকি নেই শুরু হল মহেন্দ্রক্ষণ,
কনকাঞ্জলি দেয়া হলো,
সিধুঁরে রঞ্জিত সিতি,
আরো কত রীতি নীতি হইল পালন,
লক্ষ্মী ঘরে তুলিবার এইতো লগন।

তাং-০৩/০৬/১৫ইং