অথচ আমি,
কিংকর্তব্যবিমূঢ়,
দাঁড়িয়ে নদীর পাড়ে ভাবছি—
এখানে বড় ঢেউ হলেই পারতাম মিলিয়ে যেতে।
সরল এ বিশ্বাস,
অবিমিশ্র,
আকাশের দিকে তাকিয়ে খুঁজছি—
কতটুকু তারা পারবো কেড়ে নিতে।
পরাজিত চোখ,
অবিচলিত,
এবার বোধ হয় থেমে যাবে, দেখছি
আর ভাবছি কিছুটা রয়ে গেলেও পারতে।