গাছের পাতার কোণে দেখি,
জ্বল জ্বল করছে সোনালী কণা।
সেই গাছের উপরে বাবুই পাখির বাসা-
কিচিরমিচির আওয়াজ করে সেই বাবুই পাখির ছানা।

দুটি ডাল তার পুকুরের 'পরে,
হিংসা করেছে বলে
বাকি সব ডাল হৃদয়ের সাথে-
আমি সে ডালের ছায়াতলে।

কেউ বানাচ্ছে জ্বালানি তাকে
কেউ বানাচ্ছে গো-খাদ্য,
কেউ দিচ্ছে কবরের পাশে,
কেউ দিচ্ছে শ্রাদ্ধ।

গাছটি তার মাথা উঁচু করে
করেই যাচ্ছে দান,
তবু কখনো শুনি নি আমি
গাছটির প্রতিহিংসার গান।