তোমাকে বলছি—
নীরব রাতের শব্দহীন সুরে,
আধারের কাঁধে ভর দিয়ে,
তোমার ছায়ায় আমার পথ হেটে।

আমি বিদ্রোহী নই, আমি অনুগত,
নিয়তি শিকলে বাঁধা এক পথিক।
তোমার শূন্যতায় গড়ে ওঠা আমার যে অস্তিত্ব,
আর তোমার নিস্তব্ধ হয়ে ওঠে আমার প্রতিধ্বনি।

তুমি কেড়ে নাও স্পন্দন, আমি নি শ্বাসে গান বাঁধি,
তুমি আলো গিলে ফেলো, আমি অন্ধকারে দৃশ্য আঁকি।
জানি, একদিন তোমার নিকটে আশ্রয় হবে,
তবু আজও তোমার জন্যই আমি বেঁচে আছি।

ভয় কি তবে আমার সঙ্গী? না, আমি ক্লান্ত নই।
আমি ধুলো থেকে উঠে দাঁড়াই,
আমি সৃষ্টি আর বিলয়ের মাঝখানে দাঁড়িয়ে,
তোমারই ছন্দে নিজেকে হারাই।

তাই মৃত্যু, তোমাকে বলছি—
আমি তোমার শিকার নই, আমি তোমার অনুসারী,
তোমারই নিয়মে আমার জীবন রচিত,
তোমার স্পর্শে আমি পূর্ণতা খুঁজি।