তোমার চোখে চোখ পড়ে যেই
ব্যস্ত আমি থমকে দাঁড়াই
পরিবেশটা রঙিন হঠাৎ
তোমার চোখে চোখ পড়ে যেই
ক্লান্ত আমি সতেজ সবুজ
নদীটা হঠাৎ জলপ্রপাত।
গোপনীয়তা আপন জেদেই
কিংবা উত্তর জানা বোধহয়
রাতের বেলা ভাবায় বেশি
রোজ দমদম টু আর.বি.ইউ.
আসছি যাচ্ছি ভাবছি তোমায়
প্রায়শই তুমি নিরুদ্দেশী।
তোমার চোখে চোখ পড়ে যেই
এম.জি. রোডে কেউ কোথাও নেই
একলা দুজন আর কিছু গাছ
তোমার চোখে চোখ পড়ে যেই
লজ্জিত চোখ তোমায় দেখেই
বন্দী পাখির তখন কি নাচ!
তালগাছটা তোমায় ভাবায়
তোমায় ভাবায় শুকনো নদী
এবং স্বপ্ন এবং আকাশ
বুঝিনা পথের শ্রেনীবিভাগ
তুমি হাঁটলেই প্রিয় সে পথ
তুমি হাসলেই বসন্তমাস।
তোমার চোখে চোখ পড়ে যেই
ব্যাকগ্রাউন্ডে আর কিছু নেই
একলা দুজন আর কিছু গাছ
তোমার চোখে চোখ পড়ে যেই
ব্যস্ত আমি থমকে দাঁড়াই
পরিবেশটা রঙিন হঠাৎ।