তারপর একদিন দেখা হবে,
ভীষণ ভীড়ে বাসের ভেতর।
মুখ ফিরিয়ে নেওয়ার আগে
ভাববে তুমি, আমিও বোধহয়-
'সাথে থাকতে চেয়ে ছিলাম'।
কিংবা একদিন শপিং মলে
ঘুরছি ,ঘুরছো এমন সময়
দেখবে, দেখবো- সুখী দুজন
দেখবে, দেখবো- সুখী সংসার।
বুকের ভেতর শূণ্যতা জন্ম পাবে
জন্ম পাবেই দেখে নিও
চোখের ভাষায় স্পষ্ট হবে
বিষাদ ঠেলে এগিয়ে যাবে
এগিয়ে যাবে বিষাদ ঠেলে, আমিও যাব
এগিয়ে যাওয়াই শোভনীয়।