সফল যদি হতে চাও
পাগল হও তবে,
পাছে লোকে যে যাই বলুক
সফল হবে যবে;
দেখবে সেসব লোকই তোমায়
উল্টো কথা কবে।

জ্ঞানী বলেন মানুষ তাহার
আশার সমান বড়,
সফল হতে হলে তবে
জ্ঞানীর পথটা ধর।
জ্ঞানার্জনের উপায় তিনটি,
পড়, পড়, পড়।

১২/০৩/১৯
(মহাখালীর জ্যামে)