মনে পড়ে
সেদিনের বৃষ্টি ভেজা সন্ধ্যার কথা?
ফিজিক্স স্যারের প্রাইভেট শেষে
তুমি আমি আটকা পথে
হাইস্কুলের দেয়ালঘেঁষা শ্যামল দাদুর বারান্দায়।

আমার বিশ্বাস,
তুমি আজও মনে রেখেছ সেদিনটি।
১৬বছরের লাজুক কিশোর ছেলেটা
এক গাল লজ্জাভরা চোখে
দুরন্ত এক তরুণীর দিকে তাকিয়ে বলেছিল
"I love you ......."

হাজার দুষ্টামির মাঝে
তুমি এ কথাটিও মিশিয়ে ফেলেছিলে
আর প্রত্যুত্তরে বলেছিলে,
"দোস্ত বাড়ি যাবো plz fun করিস না"

আমি কিছুক্ষণের জন্য নিঃশ্বাস বন্ধ করে রইলাম,
কিঞ্চিৎ মনে হলো পৃথিবীর সবথেকে দুঃখী ছেলেটি হয়তো আমি।

বৃষ্টি একটু কমতে শুরু করলেই
তোকে রিক্সায় উঠিয়ে দিয়ে
সবে বিপরীতমুখে হাটতে শুরু করেছি ....
হঠাৎ পকেটে প্লাটিকে মোড়ানো
NOKIA 1108 vibrate করে উঠল।
প্লাষ্টিকের ভিতর থেকেই যেইমাত্র  বুঝলাম
মুঠোফোনের ক্ষুদ্র বার্তাটি তোমার পাঠানো
আর দেরি না করে সঙ্গে সঙ্গেই  লম্বা রাস্তার পিছন পানে চাইলাম।
দূর থেকে দৃশ্যমান তুমি রিক্সার হুক উঠিয়ে
তোমার কোমল হাতটি বাড়িয়ে
একটা উড়ন্ত চুমু ছুড়ে দিলে আমার পানে........

উফ............."
পরক্ষণেই পৃথিবীর সবথেকে সুখী তখন আমি।
মনে হল রবীন্দ্রের "যা না চাইবার তাই আজি পাই গো" এর মত
আমার স্বপ্নের রাজকন্যাকে আমি পেয়ে গেছি।

আর আজ......
তুমি আর তোমার উড়ন্ত চুমুর আমেজ কিচ্ছুই নেই।
যেটা আছে সেটা হলো তোমার আমার প্রেমের কিছু গল্প।
যা শুনে অন্যরা তাদের ভালবাসার মানুষকে স্মরণ করে
আর আমায় বাহবা দেয়।