জরাজীর্ণ রক্তখচিত মস্তিষ্ক
আমায় এগুতে দেয় না
সত্য প্রকাশে আমায়
টেনে হিচরে নিংড়ে ধরে।
আমার ভেতর থেকে আসা
প্রতিবাদী কন্ঠস্বর
বারবার ওগলে আসে।
কিন্তু বর্তমান সমাজ
তা গ্যাস্ট্রিকের ওষুধের মতোই
আবার শান্ত করে দেয়।
আমি অনেক কিছু বলতে চেয়েও
কিছুই বলতে পারিনা।
এ যেন এক "বাকরুদ্ধের ইতিহাস"