রুপা

চন্দ্রিমা তিথিতে তাহাকে দেখি নীল সাগরে,
ঝলঝল নয়নে মোহনীয় অপ্সরী তুলনা নেই
অগ্নিবহে সব যুবকের চোখে- হৃদয়ে- মননে।
কবেকার সেই রুপা আজও আছে দাঁড়িয়ে,
গল্পের মাঝে ; বিশ্বযুবকদের হৃদয়ে অগ্নি হয়ে।
সন্ধ্যে এলেই রুপার আগমন একটি থালার মত,
উড়ে উড়ে ঘুরে রুপার সেই ঝলক- ঝলকানি
তাই দেখে পাখী বলে আমি প্রেম'ত পূ্ঁজারী।
যুবক বলে,আহা! আমি রুপার কান্ডারী।