ঘর বানাইলা বসত দিলা,
একটি ময়না পাখীর।
কিছু সময় বাস করিয়া,
দিলো আবার ফাঁকি।
জীবন দিলা- মরন দিলা,
দিলা সোনার মাঠ।
সেই মাঠেতে- বসত করে,
সাঁজাইলাম সংসার।
কি কারনে নিলা আমার,
সোনার ময়না পাখী,
থাকতাম যদি ডাকতাম,
আমি শুধু তোমার নাম-ই।
আমার দেহ তরী এখন অচল,
চার জনের-ই সাথী।
বয়ে চলে অচিন দেশে,
দিবে আমায় পাড়ি।