"মন দুয়ারী,পারমিতা আজ,

বন দুয়ারী খোলে,কি জানি হায়!

মন ময়ূরী!বন বাদারে ঘুরে।

নবকুঞ্জে!কলমি লতায়

শিশির ভেজা মুক্ত ঝঁড়ে,

ভিজা পায়ে,আলতার ছোঁয়া,

মেঠো পথ,যায়-কিরণ হইয়া।

ঐ দীঘির পাড়!পারমিতার বাস,

দুই, দুয়ারী-খোলে -দেখি।

হিজল গাছে,কোকিল ডাকে,

পারমিতা!সুর- নকল করে,

বেহুশ!হয়ে-গায় সে গীত।

অমর, প্রেমের- সুর লইয়া।।