আমি সেই!মরুভূমির পথে হাঁটি,
দেখা- অদেখার পথের খুঁজে।
উত্তপ্ত রক্ত প্রান্তরে খুঁজি আমি,
হারনো পথের দিশা।
আমি সেই!মেঘনা পাড়ের অচিন বালক,
তিতাসের বুক চিরে যার জন্ম।
বুকের গহীনে তাজা রক্তের দাগ,
খুঁজি আমি তারে, তিতাসের বুক চিরে।
আমি সেই! বালুরাশির কোমল হৃদয়,
ঝিনুকের ভিতর মুক্তার দানা।
যতন করে রেখেছি, তোমায় পড়াব বলে
খুঁজি আমি তারে,মেঘনার ঢালে।
আমি সেই! জীবন নৌকার দুলাচলের মাঝি,
পথের শেষ খুঁজিয়া ফিরি পথিকের লাগি।
দেখিতে পাই শত পতংগের দল,
গিরে রেখেছে তোমায়।
আমি সেই! বালক খুঁজি আজও,
জীবন নৌকার তরে।