প্রেমিক
আতিফ আসলাম।
মনের ঘরের ছোট্র জানালায় কে দিলো উঁকি,
ধরিতে না পারি তারে খুঁজিতে নাহি পারি।
মন আমার মেঘলা আকাশ বৃষ্টির চাতক পাখী,
দূয়ারে আসে কভু; ফিরে যায় শেষে।
মন আমার তরীর তটে উজলা নাওয়ের ছানি,
বৃষ্টির ফোঁটা গায়ে মাখিয়া প্রেমিকের ন্যায় হাঁসি।
দূঃখের মাঝে মন ভরা হাঁসি কে পারে দিতে?
জগৎ জানিবে না জানিবে না কেউ?
দিতে পারে সে প্রেমিক যে জন মরে।
আষাঢ়ের ঢলে ধূয়ে মূছে যায় বালুর যত গ্লানি,
খরস্রোতা নদী বলে দিলে মোরে সব।
প্রেমিক হাঁসে উজলা আকাশে বড় বড় আঁখি,
কভু কাঁদে মন কভু হাঁসে মন বহৃির তাপে জ্বলে।
কেউ না পারে "প্রেমিক"পারে হাঁসির মেলা সাঁজাতে,
দূঃখগুলো পকেট বন্দি করে নীলখামের শেষে।
সন্ধ্যে তারায় খুঁজে ফিরে প্রিয়সীর জলছবি,
এক ফোঁটা বৃষ্টির ছূঁয়ায় দিলো মন ভরা হাঁসি।