স্বপ্ন চূঁড়া
আতিফ আসলাম।
এক মুঠো স্বপ্নবুণা আকাশে,
ছড়িয়ে দিলাম একটি মন।
মিচে নেহি তবু কেনো?
কারন- অকারন করেছ বারণ।
দেখো! ঐ মেঘমালা বয়ে চলে,
যত সুখ-দূঃখ বেদনা নিয়ে।
আমিও কি ঠাঁই দাঁড়িয়ে আছি,
স্বপ্নে আঁকা সব রাশি মালা নিয়ে।
রক্তিম হৃদয়ে বলছি শোণ মোর বেদনার কথা,
আঁখিতে রেখেছি তোমার বদন খানি বদ্ধ আবরণে।
হেতায় কহিল প্রাণ তবু কেনো মিচে সব,
জগৎ জানিবে কি ব্যথা?
যাহা আমার দিলে সয়।