দেখিয়াছি আমি সমুদ্র সৈকতে,
নীল জলরাশিতে,সফেন ফেনায়;
চিকচিক বালুকা রাশিতে মুক্তঝরা
এই যেন নীল আকাশ ছূঁয়ে গেল তাকে।
গাঙচিল উড়ে মাথার উপর,
ছায়া দিয়ে যায় কোনো এক নীলপরীকে,
ভালোবেসে;-
দক্ষীণা বায়ু ছুঁয়ে যায় আলত করে,
হিম শীতলে মায়াবী অঙ্গকে মমতায়
এই যেন সূর্য্যস্নাত এক মায়াপরী।
দেখিয়াছি তাকে নুনাজলে ভেঁসে আছে,
নীল জল ছূঁয়ে যায় পরম মমতায়- মমতায়
এই যেনো মায়ারখেলা - ষোড়শীর অঙ্গে
দেখিয়াছি তাকে হাজার লোকের ভিড়ে,
এলোচুলে দাঁড়িয়ে আছে সূর্য্যস্নানে
পরম মমতায় শীতল করে অঙ্গ
এই যেন মমতার কারুকাজ- সযত্নে।
বিকেলের স্নিগ্ধ রোদের আলো,
পরে তার গায়, চিকচিক বালুকায়;
মুক্ত হার মানায় তাহার তরে
সে একটি অচেনা মেয়ে।