নীলাঞ্জনা,
কত রাত গেলো দীর্ঘ কথামালায়,
নিশিতে,তাঁরা ভরা রাতে 'দুজনার;
কত দূরে ছিলাম আমরা 'দুজন,
তবুও এত কাছে ছিলাম।
আকাশের টেঁউ ছূ্ঁয়ে যেতো কালো অক্ষরগুলো,
বাতাস এসে ছূঁয়ে যেতো- স্বাক্ষী হয়ে;
আজও ওরা কানে কানে বলে - এমন কথা আর কি পাবো?
কোনো, দু'টি হৃদয়ের সমছন্দে!
নীলাঞ্জনা,
দূর হতেও দূরে; আরও দূরে,
মনে হয় কত কাছে ছিলে দীর্ঘ সময় ধরে;
কুঁয়াশারা দূর হয়ে যেতো- নির্ঘুৃম ছিলাম দু'জনা।
চোখ মেলে ক্ষণে ক্ষণে ঐ নীলিমা দেখেছ,
প্রভাতী হাওয়া চোখ ছূঁয়েছে- নির্ঘুম ছিলে:
তবুও ঝিনুকের গায়ে আলপনা আঁকি,
নীল জলে ধূয়ে যাবে না- কথা দিলাম;
হৃদয়ের গহীণে রেখে দিবো- যতন করে,
দেখে,নিও একদিন পাবে- সব যুবকের হাতে;
তোমায় নিয়ে লিখা- আমার শেষ কাব্যকথা।