মনের মরন হলে পরে,
দেহের মরন নিশ্চিত।

দূংখের সাগরে ভাঁসতে শিখো,
সুখের সাগর নিশ্চিত।

ধর্য্য ধরে চলতে শিখো,
পাবে চলার শক্তি।

পথ হারালে খূঁজে নিও,
নতুন পথেই মুক্তি।