নিঃশ্বাস করি দান
তবু কেনো অভিমান
জগৎ কেনো এত নিষ্ঠুর,
তল্লাটে যাহা নাই;
তাহা কেনো খূঁজে পাই
মরণ কেনো ডাকে বারে বার।
গোধূলির সূর্য্য বলে যায় অবিরত
দিনের কল্ল্যাণ কি তর?
পিছূ ফিরে চেয়ে দেখ;
উদিত ছিলাম আমি
দিয়ে গেছি সোনালী সকাল।
নিঃশ্বাস করি দান
তবু কেনো অভিমান
পাহাড়ের কাঁন্না নিরব;
হৃদয়ের কাঁন্না নিরবে বয়ে চলে
শান্ত স্রোতের ধারায়।
তবু হাঁসে তবু কাঁদে এই তো জীবন
শক্ত করে মনের বেধি;
পলকে পলকে মেলে, স্বপ্নের মায়াঘর
বালুকায় যেনো জলরাশি।