ন্যায় পথে চলি,
বহু কন্ট্রক ভরা।
মিথ্যায় চলি,
সাত রঙে ভরা।
দিবা নিশি কাঁদে,
দেহ ও মন।।
সরল বিশ্বাস করো,
পাবে চাটুরতা।
মিথ্যা বলে বলে,
সত্য লুকায় হেথায়
কাঁদে অবিরত,আমার;
দেহ ও মন।।
চারদিকে শুনি,
সত্য- মিথ্যার বাণী
অকারনেই মিথ্যা বলে,
সত্য যায় ভূলে।
তাই দেখে কাঁদে,কারোর
দেহ ও মন।।
মগজে ভরা মিথ্যার হলি,
মনে অনেক রঙ,
দিবানিশি করে যারা,
তাদের আছে কি বল??
তাই দেখে কাঁদে,আমার
দেহ ও মন।।