চোখের জল

বলছি শোণো!
তোমার নাম কি জানি না? হয়তো ধ্রুপদী-
না হয় - অমৃতা,ঝড়ো নয়নে কাজলমায়াবী।
--- গাঢ় অন্ধ নিশিতে এক পিদিমের আলোয়-
দেখছি,
শুভ্র জোস্নার আলোয়-- জোনাকীপোকার সাথে।
রুপালী চাঁদ ছূঁয়ে যায়-- এক নিমিষে,
--- ঐ সাদা কাঁশফুলের পালকে।
তবু, কেনো চোখের জল ছূঁয়েছে তোমার---
তুমি-- অমৃতাস্বর-- মায়ার সাগর।
তোমার কালো চোক্ষে নামে বর্ষার দূত,
তুমি--- দিনের অগ্নিদূত।
ধূঁলোয় মিশেছে নীল -- রাতের শিঁশির,
চেনা জানা-- ঢাকার শহর।
সকালের কোমল সূর্য্যের পরশ ছূঁয়ে যায়---
তোমার অংকিত অমোঘ নয়ন।
তবু,কেনো চোখে জল!