চারুলতা তোমাকে দেখিয়াছি কুয়াশার মাঠে
জলরঙে- সাপিনীর মত ফুঁসে আছো,রাঙা নয়নে;
হৃদয়ে এত প্রেম নিয়ে।
হয়তো,জগত মহাময় তোমার রুপে পুঁড়ে চারপাশ,
তুমি চারুলতা!
আকাশের সব নীল তোমার অঙে অহনা আসছে ধেয়ে,
সকল অভিমান ভূলে ধীরে ধীরে মাথার উপর;
সাপিনীর মত জ্বলে আছো- কিছু না পাওয়ার বেদনায়
চারুলতা এই কি তোমার রুপ?
চারুলতা!
তোমার বুকের উপর আমার পৃথিবীর রঙিণ অমোঘ,
তোমার বুকের উপর আমার বিকাল- গোঁধূলীর আলো।
চারুলতা!
নির্জন জলরঙ তোমাকে ছূঁয়ে যায়- দিবসে- রাতে,
তুমি শ্যামগাছা- মাঠের কুয়াশার ভিতর ঠান্ডা হিম।

চারুলতা!
তোমাকে ভালোবাসি আমি,তাই
শিশির হয়ে ধূঁলোয় মিশে যেতে ভয় নেই।