বরষার দিনে
আজি বরষার দিনে মনে পড়ে,
তোমাতে বাস মোর হৃদয়খানী;
ওগো,সখী মোর পানে নহে
তবু আঁখি কেনো ছল-ছল।
আজি বরষার দিনে এমন খেলার ছলে,
ভালোবাসি বলে, হয়নি বলা।
কোথায় হারালো মন মহুয়ার বনে
আজি বরষার বাদল দিনে।
আজি বরষার কালো- আলো আঁধারে,
তোমার হৃদয়খানী ভরিবে আজ;
বরষা ফুলের শৌরভভরা আদরে,
আজি বরষার বৃষ্টি মাখা স্নানে।
আজি বরষার মিষ্টি মুখর আলো-ছায়ায়,
জানিও সখী এমন হৃদয় কার আছে
যে বরে নিরবে বিবৃত্তে তোমার বাসে;
জাগিয়া আঁখি সমমনে।
এমন বৃষ্টির দিনে রবো দুজনে হাতটি ধরে,
আজি বরষার বাদল হাওয়ায় বৃষ্টিজলে।।