আমি করিয়াছি পাপ
জগৎ সংসারে,
পথ খূঁজে নাহি পাই।
নিঃশ্বাস গেলে বিশ্বাসী হই
পাপ করিয়াছি হেঁসে।
দিন ছিল কত হেলায় কাটিয়া
মগ্ন ছিলাম রতে,
পূর্ণ্য খাতা শূণ্য করিয়া
সাধু হলাম বেসে।
অন্ধ নয়নে কন্দন করিয়া
আলোয় দেখি অন্ধকার,
মনের মাঝে পাপ লুকিয়ে
সাধু সাঁজার কি দরকার।