আর চেওনা ঐ বাঁকা নয়নে,
দিল মোর পুড়ে নয়ন ঝলকে;
কইবো নাকো তোমার রুপের কথা
পর লোক বলবে মন্দ আমায়।
যেওনা নাকো ঐ পথের শেষে,
অশুভর দল সব আছে বসে;
কই নাকো কোনো কথা ঐ যুবকের সাথে
আমি আকাশ বেধিয়া আসিবো ফিরে।
কি কথা যুবকের সাথে?
আমি ঘাস হয়ে আছি মাদুর পাতিয়া,
আকাশে আজ ঘনঘটা মেঘের আমেজ;
নিয়ে আসিবো তোমার লাগিয়া।
চন্দন মালা গাঁথিয়া আনিবো,
চেওনা গো আঁড়ালে হেঁসে;
পাহাড়ের ওপার হতে মিষ্টি জল
আনিয়াছি রাশি রাশি।
বিশ্বাস মোর জাগিয়া রহিয়াছে,
একটি নামের তরে- সে যে মোর;
প্রিয় হতেও প্রিয়- ধ্রুপদীর মত
সু- নয়না---- সুমনা।