অনেক দেখেছি,আজ আর নয়
এত নেই স্বাধীনতা-
দেখেছি ভারী ভারহীন তরী
বেয়ে হয়েছ যে নেতা!
খেয়ে কাজ নেই?ভেবেছ কি?
অনাচারে দিবে ভরি?
গরীবের অন্ন করে পুষ্পান্ন
নিজ পেট নিবে ভরি?
শয়তান তুমি,ক্ষেপে গিয়েছি
সহ্য হয়েছে শেষ!
দেখনি ক্ষুদায় কেঁদেছে কত
অভাবে হয়েছে শেষ!
অনাচার আজ আমিই করব,
তোমায় করব শেষ-
বাঁচবে গরীব অসহায় সবে
গরীবে চালাবে দেশ।।
মারব তোমারে,তুমি অনাচারী
আঘাত করব ঘারে
এক দুই তিন গুনে গুনে মেরে
পাঠাব পরপারে।
যে সব লোকে ক্ষুধা জ্বালা ধুকে
সেসবে দিবে অন্ন
প্রতিজ্ঞা কর,নয়তো এবারে
হয়েছি আমি বন্য
ক্ষমা চাও মুর্খ!পরকাল রাখ,
যে মরে ক্ষুদা পেটে?
অন্ন দাও তারে, তারে সেবা কর
সেইযে ইশ্বর বটে!
এই শেষ বার,রক্ষা নাই আর
পরিবর্তন আন সবে
প্রাণেমারা যাবে,বাঁচবেনা ভবে
কঠিন বিচার হবে!