মোঃ আতাউর রহমান ১৯৯২ সালে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তারাপুর গ্রামে  এক মুসলিম নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।
বাবা পেশায় শিক্ষক এবং মা গৃহিণী।

পড়াশুনায় হাতে খড়ি বাবা-মার কাছেই। ২০০৮ সালে এসএসসি ও ২০১০ এইচএসসি এবং উত্তর বঙ্গের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজে বাংলা সাহিত্যে কৃতিত্বের সাথে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাশ করেন।

বুঝতে শেখার পর থেকে বাংলা  সাহিত্য ও কবিতার প্রতি একটা আলাদা টান গড়ে ওঠে। কবিতা ও সাহিত্যের ক্ষেত্রে যদিও জ্ঞান অতি সামান্য তবুও আকাঙ্ক্ষা অনেক।

এ পদচারণায় তিনি একেবারেই নবীন প্রবীণদের কাছে অনেক কিছু শেখার আছে। আশা করেন সে সুযোগটা পাবেন। লেখায় সমালোচনা করে পাশে থাকবেন সবাই।

শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উক্তিটি স্মৃতিচারণ করেন

"মোর নাম এই বোলে খ্যাত হোক
আমি তোমাদেরই লোক
আর কিছু নয়
এই হোক শেষ পরিচয়"

বাস্তব জীবনে নিত্য দিনের আবেগ ভালো লাগা খারাপ লাগার মুহূর্তগুলো সহজ সরল ভাষায় প্রকাশ করা খুবই কষ্টকর অথচ সেই দুঃসাধ্য কাজটি করার দায়িত্ব নিয়েছেন কবিগণ। সকলের জন্য শুভকামনা।



(www.facebook.com/ataurrahman7232)

(ataurrahman@gmail.com)