ভর দুপুরের সূর্যালোকে তোমাকে খুঁজি
তোমাকে খুঁজি নীলাকাশের সাদা মেঘে!

সূর্যকে ছেয়া ফেলা কালো মেঘে তোমাকে খুঁজি
তোমাকে খুঁজি মুখগোমরা করে থাকা আকাশে!

এখনও বৃষ্টি ফোঁটায় তোমাকে খুঁজি
তোমাকে খুঁজি সদ্য বৃষ্টিস্নাত কাঠগোলাপে!

ঝিঁঝিঁ ডাকা সন্ধ্যায় তোমাকে খুঁজি
তোমাকে খুঁজি আঁধার বাতি জোনাকির ডানায়!

গভীর নিশীথের গভীরে তোমাকে খুঁজি
তোমাকে খুঁজি ভোরের শিশিরে!

ভরা পূর্ণিমায় তোমাকে খুঁজি
তোমাকে খুঁজি ঘোর অমাবস্যায়!