আকাশের মন খারাপের মেঘলা দিনে
তোমাকে চাই।

ঝুম বৃষ্টির প্রতিটি ফোঁটার শীতল আলিঙ্গনে
তোমাকে চাই।

সদ্য বৃষ্টিস্নাত সন্ধ্যায় পাশাপাশি হাঁটতে
তোমাকে চাই।

গরম কফির পেয়ালা হাতে
তোমাকে চাই।

গভীর নিশীথে পাগলামিতে
তোমাকে চাই।

হাড়কাপানো শীতের রাতের উষ্ণ কম্বলে
তোমাকে চাই।

কুয়াশা ভেজা মোরগ ডাকা ভোরে ঘুমজড়ানো চোখে
তোমাকে চাই।

দারুণ রোদ্দুরে এক গ্লাস ঠান্ডা জল হাতে
তোমাকে চাই।