তোমারি দরশনে নাচে মন ক্ষণে ক্ষণে
পুলকে পুলকে ভরে যায় তনু।

আমিতো ভাবি তুমি আমার হবে
না হবে তবে হবে কার?

মনটায় কেন জানি নাড়া দিয়ে বারবার
অজানায় হারিয়ে যাও আবার।

তোমার এই হারিয়ে যাওয়ার মাঝে
হৃদয় বীণার সুর বাজে
অসীম পুলকে নাচে মনটা।

মনে হয় আমি পেয়েছি তোমায়
হৃদয়ে বাজে প্রেমের ঘন্টা।

তোমার কোমল পরশে রাঙিয়ে দাও না মনটা।

তুমি আমায় ভালোবাসো কিনা
আমি জানি না, আমি বুঝি না
বুঝতেও চাই না।

আমি শুধু তোমাকে চাই, তোমাকে চাই।