স্নিগ্ধতা নিয়ে শরৎ আসে,
কাশফুল আর মেঘের শুভ্রতায়।
জ্যোৎস্নায় ভাসে জলহারা মেঘদল,
শিউলী ফোটা ভোরে, হিম শিশির ঝরে!
দিনভর আলোছায়ার খেলায় মেতে ওঠে
নির্জন সুনীল নীলাম্বর।
কখনও আলোকোজ্জ্বল কখনও গম্ভীর
এই রোদ, এই বৃষ্টি!
কোনো এক স্নিগ্ধ শারদপ্রাতে
শিশিরে পা ভিজিয়ে,
মেঠো পথ ধরে
হাঁটবো গ্রাম থেকে গ্রামান্তরে!
ধানের চারা দোলে, নেচে ওঠে প্রাণ
শিরীষ, ছাতিম আর শেফালির ঘ্রাণ!
চালতা, আমলকী, করমচা আর ডেউয়ার ফল
লাল-সাদা শাপলায় সাজে বিলের জল!