বৃষ্টি স্নাত প্রকৃতি
আকাশ ঝকঝকে থাকার কথা
অথচ কী দারুণ অভিমানে
মুখ গোমরা করে আছে।
মনে হয় হাজারো না বলা কথা,
তিক্ত কোনো অভিজ্ঞতা ;
প্রকাশের ব্যাকুলতা!
অথচ কোনো শ্রোতা নেই!
চারদিকে নির্বাক নির্জনতা আর নিস্তব্ধতা!
তোমার জন্য অপেক্ষা
ঠিক বৃষ্টিকণার জন্য চাতকের মতো।
আমার অনুভবের মৃদুবাতাসে
তোমার সুঘ্রাণ ভেসে আসে
ছড়িয়ে যায় শিরা উপশিরায়!
আহা! কী মাদকতা!
প্রকৃতির অপার সৌন্দর্যও তার কাছে হেরে যায়!