কল্পনাতে থাকিসরে তুই কল্পনাতে বাস,
কল্পনাতে আসিসরে তুই কল্পনাতে যাস।

কল্পলোকে খুঁজি তোকে কল্পনাতে পাই,
কল্পলোকে নিজের করি ; ফের কল্পনাতেই হারাই।

আমি তোমাতে বিভোর কেটেছে সব ঘোর,
হোক না তবে আজ না ঘুমিয়ে ভোর।

তুই পাশে থাকলে হাতে রেখে হাত,
যাক তবে নির্ঘুম রাত কেটে যাক।

তোর কোমলতায় মিশায়ে সজীবতা,
আমার উষ্ণতাকে করে দেনা নির্মলতা।

খুব বেশি ক্ষতি নেই তায়,
যদি এভাবেই রাত কেটে যায়।