ঐ নীল জোসনায়,
হারাবো দুজনায়।
তুমি আমি মিলেমিশে
আজ হবো একাকার।

সাক্ষী ঐ আকাশ,
মৃদু মৃদু দখিনা বাতাস।
তুমি আমার আমি তোমার
হবো দুজন দুজনার।

ও চাঁদ ও আকাশ,
তোমরা সাক্ষী সে আমার।

যতই আসুক নাকো ঝড়
কভু হবো নাতো পর
রবো দুজন দুজনার।