আর্দ্রতা চাই,
শুষ্কতা আর ভালো লাগে না !
খরায় পুড়ছি,
দুফোঁটা জল চাই কেউ বোঝে না!

বিজ্ঞাপনে ছেয়ে যাবে শহর
আর্দ্রতা চাই, আর্দ্রতা চাই
শুষ্কতা ছেড়ে আর্দ্রতা চাই!

হাজারো অ্যাপ্লি‌কেশ‌নে ডাকবক্স ভরপুর,
শুধু তোমার আশায় কাটে তপ্তদুপুর ;
তোমার আসার নাম নাই!

শুষ্কতা আর ভালো লাগে না,
আর্দ্রতা চাই!

চাতকের মতো বৃষ্টির আশে,
দিন বেয়ে রাত আসে!
মৃদু হাওয়ায় সুবাস ভেসে,
বলে যায় কানে এসে ;
সে আজও আসে নাই!

সে এসে ভালোবেসে,
ভেজাবে অবশেষে।
আশায় কাটে প্রহর,
ভাসিয়ে প্রেমের শহর ;
নিয়ে যাবে কোনো অচেনা ঠিকানায়!