সমস্ত দিনের কোলাহল শেষে
মেঘের পালকে সন্ধ্যা নামে।
আবছা কালো রঙ
ধীরে ধীরে গ্রাস করে সূর্যালোক।
পৃথিবীর বুকে নেমে আসে তমসা তিমির।
পাখিরা নীড়ে ফেরে,
ঘরে ফেরে মানুষ
প্রিয়জনের সান্নিধ্য পাবার আশে!
গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত,
সুপ্ত এ চারি ধার।
জেগে রই শুধু নিশাচর এই আমি।
দিনশেষে নিঃসঙ্গতা ভর করে,
কান ভারী করে বেশ,
ভুলে যাওয়া যন্ত্রণাগুলো কষ্ট বাড়ায়,
কষ্ট বাড়ায় অনিঃশেষ।
নতুন মানুষের ভিড়ে ভালোবাসার মানুষও একদিন হারিয়ে যায়!
তাকে আর কেউ মনে রাখে না।
প্রেম মুছে যায়!
স্মৃতিরা কুল কাঠের আগুন!
জ্বালাতেই আসে, জ্বলে পুড়ে নিঃশেষ করে।