যে মানুষটা একদিন একান্ত আপনার ছিল,
যার দিন শুরু হতো আপনাকে দিয়ে
রাত নামতো আপনাকে ঘিরে!
যার সুখ ও দুঃখের একমাত্র আশ্রয় ছিলেন আপনি!
সেই মানুষটাও একদিন আপনাকে ছাড়া ভালো থাকা শিখে যাবে।
অভিমানে দূরে থাকলে, অন্যের সাথে বাক্যবাণে ব্যস্ত দেখলে,
যে আপনাকে হারিয়ে ফেলার ভয়ে থাকতো ;
সেও একসময় আপনাকে অতি সন্তর্পণে এড়িয়ে যাবে!
চিরচেনা স্বজনকে আপনার অপিরিচিত লাগবে!
ব্যস্ততার অজুহাতে ধীরে ধীরে দূরত্ব বেড়ে গুরুত্ব কমে যাবে,
আপনার প্রতি ভালোবাসা কমে তলানিতে গিয়ে ঠেকবে!
নানা অভিযোগ, নানা অভিমান জমিয়ে আপনি পাথরে পরিণত হবেন
বলতে গিয়ে থমকে যাবেন!
এই অভিযোগ আর অভিমান ফুলে ফেঁপে বিচ্ছেদে রূপ নিবে!
রাত যত গভীর হবে,
পুরোনো স্মৃতি মনে পড়বে!
রাত যত গভীর হবে ,
পুরোনো স্মৃতি উকি মেরে জানান দিবে!
আপনাকে জাগিয়ে রাখবো সন্ধ্যা থেকে মধ্যরাত
মধ্যরাত থেকে কাকডাকা ভোর!
দুঃসহ রাত্রী যাপনে নিঃসঙ্গতাই আপনার বেশ হবে
সে থেকেও থাকবে না, অদৃশ্য কল্পলোকে রবে!