আমার প্রিয় ঋতু বর্ষা হলেও
তোমার প্রিয় গ্রীষ্ম,

তুমি মুখে ভালোবাসার বুলি আওড়ালেও
তোমায় ভালোবেসে আমি নিঃস্ব।

তোমার ভালো লাগে খোলা উঠোন
প্রজাপতি হয়ে মেলতে পাখা,

আমার ভালো লাগে বদ্ধ কামরায়
একা একা স্বপ্ন আঁকা।

আমি বৃষ্টি ভালোবাসি
তুমি ভালোবাস রোদ,

আমার আকাশ মেঘলা
তাই তোমার আকাশ প্রখর।

আমার ভালো লাগে,
গরম চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে
ব্যালকনি থেকে উদাস দৃষ্টিতে বৃষ্টি দেখা।

তুমি ভালোবাসা হুট উঠানো রিকশায় চেপে,
পাশাপাশি দুজন বসে,
শহরের অভিজাত কোনো কফিশপে
গরম কফির পোড়া সোঁদা গন্ধ!

আমি ভালোবাসি নীলাকাশের বিশালতার মাঝে
সাদা মেঘের গন্তব্যহীন নিরন্তর ছুটে চলা।

তোমার ভালো লাগে মেঘহীন ঝকঝকে
নির্মল আকাশ,
দারুণ রোদ্দুরের সীমাহীন উজ্জ্বলতা!