তুই ছুঁয়ে দিলি তাই আজ রোদ্দুর,
তোর ছোঁয়া আরও পেতে চাই।
তুই সূর্য হয়ে থাক,
অনাগত মেঘ দূরে ভেসে যাক!

আরও কিছুদিন গত হোক
কোনো এক গোধূলি বেলা
তুই আমার হয়ে যা
আমি তোর হয়ে যাই!

খুব করে  চাই,
শুধু তোকে চাই
তুই ছাড়া চাই না কিছুই!

জানি এটা পাগলামি
অসময়ের আবদার,
আমার মনের অলিতে গলিতে
তুই ঘুরিস বারবার!

কাটে দিন কোলাহলে,
রাত আসে জ্বালা বাড়ে!
তুই আসিস স্বপ্নে ঘুমের ঘোরে,
আমি তোরে চাই খুব করে!