আমাকে মনে পড়লে
বৃষ্টিস্নাত কোনো বিকেল বেলা
খালি পায়ে হেঁটো কোনো চিরচেনা পথ ধরে!
আমাকে দেখতে ইচ্ছে করলে
ঝুল বারান্দায় যাও।
অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখ
যতটুকু যায় দেখা ঐ আকাশের বিশালতা।
আমাকে ভীষণভাবে মিস করলে
দখিনের জানালা খুলে বাতাসকে কর আলিঙ্গন!
ও বাতাসে মিশে আছি আমি!
আমাকে ছুঁতে ইচ্ছে করলে
কোনো বর্ষণমুখর সন্ধ্যায়
এলোকেশে ছাদে এসে বৃষ্টিকণা ছুঁইও!
ও জলেই পাবে আমার স্পর্শ!
আমাকে একান্তে কাছে পেতে ইচ্ছে করলে
উদ্ভ্রান্তের মতো এঘর ওঘর খুঁজে বেরিয়ে ব্যর্থ হলে
অতীতের কোনো সুখস্মৃতিতে ডুব দিও!
তাতেই খুঁজে পাবে আমাকে!
এই যে তোমার আমাকে মনে পড়ার কথা
অথচ তা বেমালুম ভুলে আছ!
এই আমি-তুমি আমরা একত্রে থাকার কথা
অথচ তুমি কী দারুণ একা বাঁচ!
#ছাব্বিশ মে, দুইহাজার বাইশ!
#রাত বারোটা ছাপ্পান্ন মিনিট।