দীপাবলী রাত কে গা'য়ে জ্বর নিয়েও দৌড়তে দেখেছি ...
রামধনু রঙ মানুষগুলিকে তেমনই দেখেছি
অভিমানাহত নীলাভ দগ্ধ জ্বালা ভুলে নবমীর রাতে ম্যাডক্স এর মাঠে
আনন্দ বেহালার প্রিয়বাদক ও প্রিয়বাদিনী হয়ে উঠতে ।
উৎসব এলেই মানুষ ধ্রুপদী হয়ে ওঠে ...
জলতন্ত্রীতে মাদকতা ।
একসময় উৎসব শেষ হয় ।
পুনরায় জন্ম ভিক্ষা ।
চওড়া সুদে ধ্রুপদী হয়ে উঠতে গিয়ে ,
উৎসব পরবর্তী দিন গুলি ঠিক দেয়ালের চুন ভাঙা... ।
চাকভাঙা মধুর মতো জোছনা তখন
বিষণ্ণ ছায়াবী কান্নাতে রূপান্তরিত হয় ।
কয়েক টি দিনের জন্য বিলাসের আগুন
না প্রয়োজনের মানবিক মাঠে আবাদ ,
পাকদন্ডী খেতে খেতে চিন্তা গুলি ঠিক একদিন আমাদের কেওড়াতলার চুল্লি তে তুলে দেবে ।
(রচনা কাল :-10/09/2019
সময় :রাত - 02:10 a.m)