শরীরী ভারতবর্ষ
-অতনু নন্দী
এখানে ভীষণ আঁধার ,সাদা বককেও ঘন লাগে
শরীরের মাঝ বরাবর দুটি পাহাড়ী টিলা সযত্নে ঢেকে রেখেছি বহুবার,
অনুকৃতি চাঁদ খাবে বলে আগুন নিয়ে
ছুটে এলো অক্টোপাস ,
মহা উল্লাসে চটকে খেয়ে গেলো , হারালাম মেয়েবেলা!
হে ঈশ্বর প্রতিধ্বনি দাও , আমি ছিঁড়ে ফেলি দিক চক্রবাল ।
রক্তে ভেসে যাচ্ছে আজ জপের মালা,
আমিতো আমার কুসুম হারিয়ে
দেখতে চাইনি শরীরী ভারতবর্ষ!