|সব সেতু ভেঙে গেছে আজ! |
- অতনু নন্দী
মহাকাব্য পিছু ফেলে
একদিন রথে চড়তেই হত,
ঠিক হেরে যাওয়া চরিত্র রা যেমনটি চেপেছেন আগে |
ভাঙাচোরা মানচিত্র, তবুও মা বলে ডাকি আজও..! ফুরিয়ে আসছে ইহজীবনের প্রান্তিক কাজ...
মা তুমি কেঁদো না,
রুপার বাটি ভরে নবান্নের নতুন ধান তুলে একদিন আবারও কেউ
এই ভাঙাচোরা মানচিত্রকে ঠিক
জুড়ে নেবে |
দুর্যোগের রাত ঘন হলে বুঝি
আর কাব্য নয়, সাঁকো পের হতে হবে এবার!
বেড়াল ই রান্না ঘরে আসে
কখনো সম্মোহনের কায়দায়,
কখনো সুযোগে থাকে
রান্নাঘর হতে মাছ মুখে তুলে পালাবে বলে
যার সব সেতু ভেঙে গেছে ,
বেড়ালের গল্প সে অনায়াসে অতিক্রম করে
এক পা.. দু পা করে
পা রাখে দুর্যোগের নদী পথে,
কারন সেতু ভাঙা গল্পে আজ পড়ে আছে
শুধুই নীরবতা!