ধরো তুমি কোন একদিন আমায়
ফেলে খুব দূরে ভেসে গেলে..
কিংশুক মাঠে গিয়ে দেখবো
ধু ধু করছে মরুভূমি
আঁটি বেঁধে সোনালী ধান আর কোন দিন তুলে দিতে পারব না তোমার মাথায় ,
তোমার গা থেকে খুঁজে পাবো না আর সোনালী ধানের ঘ্রাণ!
কোন এক পূর্ণিমার রাতে জানলা দিয়ে
আলো দিয়ে যাবে যখন রূপবতী চাঁদ ,
আমি ভাঙা তোরণ খুলে বসব
ঘেঁটে ঘুঁটে বের করে আনবো
তোমার লিখে রাখা পুরনো চিঠি
যেখানে দেখতে পাবো ,
আমার জন্য ফেলে রেখে গেছো অশ্রু ...
চলে যাবার পড়ে বুঝতে পারি
প্রিয়জন দূরে গেলে বুঝি
পূর্ণিমার চাঁদের আলোকিত ভাস্বর সত্বেও শরীরে বাসা বাঁধে আ্যনিমিয়া...